শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাইডেনকে নিঃশর্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলছেন জারিফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ৫:২২ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী কিছু পদক্ষেপ বাতিল করার পর তেহরান বলেছে নিঃশর্তভাবে ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ (শুক্রবার) এক টুইটার পোস্টে একথা বলেন। জারিফ তার টুইটার পোস্টে আরও বলেছেন, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ২২৩১ নম্বর প্রস্তাব সম্পর্কে যে কথা বলেছিলেন তার কোনো আইনগত বৈধতা নেই বলে আমেরিকা স্বীকার করল। -পার্সটুডে
গতকাল বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প আমলের ইরান বিষয়ক কিছু সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানিয়ছেন নিষেধাজ্ঞা-কেন্দ্রিক দুটি সিদ্ধান্ত বাতিল করেছে বাইডেন প্রশাসন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের পরমাণু সমঝোতার বিষয় নিয়ে তেহরান ও আমেরিকার মধ্যে বাগযুদ্ধ তুঙ্গে উঠেছে। বারডেম প্রশাসন পরমাণু ইস্যুতে ফিরতে চাইলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কে আগে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা শুরু করবে তা নিয়ে এই বাগযুদ্ধ চলছে। ইরান বলছে, পরমাণু সমঝোতার একটি পক্ষ ছিল আমেরিকা; তারা এ থেকে বেরিয়ে গেছে- এখন তাদেরকেই এতে ফিরে আসতে হবে এবং নিশঃর্তভাবে সমঝোতা বাস্তবায়ন ও তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন