শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউরেনিয়ামের অস্তিত্ব বিদ্যমান ইরানের স্থাপনায় : আইএইএ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ইরানের দুটি পরমাণু স্থাপনাতেই ইউরেনিয়াম কণা পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। স‚ত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ইরানের ওই দুই স্থাপনায় আইএইএর গবেষকদের ঢুকতে দীর্ঘদিন ধরে বাধা সৃষ্টি করে আসছিল ইরান। গত আগস্ট ও সেপ্টেম্বরে গবেষকেরা সেখানে গিয়েছিলেন। তারা নমুনা দেখে বলছেন, দুই স্থাপনায় ইউরেনিয়ামের কণার উপস্থিতি মিলেছে। যুক্তরাষ্ট্র ও আইএইএ অনেক দিন ধরেই অভিযোগ করে আসছে, গোপনে পরমাণু অস্ত্র কর্মস‚চি পরিচালনা করছে ইরান। তবে ইরান তা বরাবরই নাকচ করে আসছে। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইরানের দুটি পরমাণু স্থাপনা পরিদর্শনকারী গবেষকদের নেওয়া নমুনায় রেডিওঅ্যাকটিভ বস্তুর সন্ধান মিলেছে। আইএইএর গবেষকদলের সঙ্গে ঘনিষ্ট পর্যায়ে কাজ করা চার ক‚টনীতিক রয়টার্সকে বলেছেন, নমুনায় পাওয়া বস্তুর মধ্যে ইউরেনিয়াম রয়েছে। সমৃদ্ধকৃত ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। ফলে আইএইএ’র সদস্য দেশ হিসেবে ইরান ইউরেনিয়ামের ব্যাখ্যা দিতে বাধ্য। এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বাধা দেওয়ার কথা বলে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে ২০১৮ সালে বেরিয়ে যান এবং দেশটির বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে আসার পর পরমাণু চুক্তিতে আবার যোগ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা শুরু করেন। এবার যুক্তরাষ্ট্র জানিয়ে দিল, তারা ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে চায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও জার্মানির আমন্ত্রণ যুক্তরাষ্ট্র গ্রহণ করবে।’ রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন