মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়া ও ইউক্রেনের কাছে পরমাণু নিরাপত্তা কাঠামো উত্থাপন করেছে আইএইএ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১১:৫৩ এএম

গতকাল (রোববার) আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি বলেছেন, গত সপ্তাহে ইউক্রেনের সকল পরমাণু স্থাপনার নিরাপত্তা ও নির্ভরযোগ্য প্রযুক্তিসহ বিভিন্ন সহায়তা বিষয়ে তিনি রুশ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি কাঠামো চুক্তি নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, আইএইএ যে কোন সময় উত্থাপিত কাঠামো অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত। উভয় পক্ষের সম্মতি পেলে এই কাঠামো চুক্তিটি কার্যকর করা হবে।

তিনি আরো বলেন, ইউক্রেনের পরমাণু বিদ্যুত্ কোম্পানির দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দু’টো লাইনের মধ্যে একটি মেরামত হয়েছে। ফলে পুনরায় কেন্দ্রটির জন্য বিদ্যুত সরবরাহ করা যাচ্ছে।

এর আগে আইএইএ জানায়, তারা ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের দূর পর্যবেক্ষণ সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে সেখান থেকে কোনো তথ্য পাচ্ছে না জাতিসংঘের ওয়াচডগ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ। গত সপ্তাহে ওই পরমাণু কেন্দ্রটির দখল নেয় রাশিয়ার সেনারা। সূত্র: সিআরআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন