বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

স্কুল মাঠ দখল করে ইউপি মেম্বারের বালু ব্যবসা

চিলমারী(কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩২ এএম

করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে মাদ্রাসার,স্কুল এর খেলার মাঠ দখল করে বালুর ব্যবসা করছে ইউপি মেম্বার মতিয়ার রহমান ও তার ছোট ভাই মিঠু মিয়া।

জানা যায়, কুড়িগ্রামের চিলমারীতে রাজারভিটা দাখিল মাদ্রাসার মাঠ দখল করে থানাহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ মতিয়ার রহমান ও তার ছোট ভাই মিঠু মিয়া বালুর পয়েন্ট তৈরি করেছে। গেলো বন্যার পর পরই নদী থেকে বালু উত্তোলন করে মাঠ দখল করে বালুর ব্যবসা করে আসছে তারা। এলাকার সচেতন মহলের দাবি করোনার কারণে স্কুল কলেজ বন্ধ হয়ে গেলে তারা এই সুযোগ কাজে লাগায় তারা মনে করেন মাঠ ফাঁকা থাকলে আমাদের ছেলে মেয়েরা খেলতে পারতো।

এ বিষয়ে মতিয়ার মেম্বার বলেন, মাদ্রাসার সভাপতি কে বিষয়টি অবগত করা আছে তিনি বালু ব্যবসার বিষয়টি জানেন।

অপরদিকে মাদ্রাসার অধ্যক্ষকের সাথে কথা হলে তিনি বলেন, আমি গত পাঁচ মাস আগে মাদ্রাসা থেকে অবসরে গেছি, এবিষয়ে আমার কিছু জানা নেই।
মাদ্রাসার সভাপতির বিদ্যুৎ ইসলামের সাথে কথা হলে জানান, আমি এখনো দায়িত্ব গ্রহণ করিনি। পূর্বে যিনি ছিলেন তিনি বিষয় টি জানে হয়তো।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, মাঠে বালু রাখার বিষয়টি আমার জানা নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন