শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আড়াইহাজারে ডাকাত বলে চিৎিকার দিয়ে পুলিশের উপর হামলা , আহত ৩

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১:৪৭ পিএম

নারায়ণগঞ্জের আড়াইাহাজারে ওয়ারেন্টের আসামি ধরতে অভিযানে গেলে পুলিশ সদস্যদের ডাকাত বলে চিৎকার দিয়ে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ।
এতে আহতরা হলেন- আড়াইহাজার থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) হালিম খান, কন্সটেবল নাজমুল, আমান উল্লাহ।
এএসআই হালিম খান জানান, রাতে ওয়ারেন্টের আসামি ধরতে বের হলে পাচঁরুখীতে পথে ৩ জনকে দেখতে পাই। তাদের পরিচয় জানতে চাইতেই তারা হাতে মাদকসহ থাকা একটি বক্রা ফেলে দৌড় দেয়। এসময় পাশেই আনন্দ ভ্রমনে যাওয়া একটি বাসে উঠে তারা ডাকাত বলে চিৎকার দেয়। এসময় বাস থেকে নেমে এসে লোকজন আমাদের উপর হামলা চালায়। স্থানীয় শামীম ও কাউসারের নেতৃত্বে পিকনিকের বাসটি মাধবপুর যাবার কথা ছিল। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেয়া হয়।
আটক ৫ জন হলেন- গিরদা এলাকার সজীব সরকার (২২), শাহীন মিয়া (২০), বাজবী এলাকার আজিজুল হক (২০), কুমার পাড়া এলাকার শাহাবুদ্দিন (২২), সোনাকান্দা এলাকার মাসুদ মিয়া (২২)। আটকদের বিরুদ্ধ মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন