শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় নকল প্রসাধনী ও তৈরী সরঞ্জামাদি জব্দ

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল গতকাল বৃহষ্পতিবার দুপুরে পাবনা সদর উপজেলাধীন আরিফপুর এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে ‘তাসমিম কসমেটিক্স’ নামে নকল প্রসাধনী তৈরীর কারখানার সন্ধান পায়। এই কারখানা থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভেজাল ও নকল প্রসাধনী সামগ্রী জব্দ করার পর তা ধ্বংস করা হয়। এ সময় কারখানার মালিক শারমিন খান (৩৫) কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেন। র‌্যাব সূত্র জানায়, পাবনা সদর উপজেলার আরিফপুর গ্রামের জনৈক বাবু প্রামানিকের স্ত্রী শারমনি খান দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ‘তাসমিম কসমেটিক্স’ নামের কারখানায় নকল ও ভেজাল বিভিন্ন প্রসাধনী তৈরী এবং বাজারজাত করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনার কোম্পানী কমান্ডার বীনা রানী দাসের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ১৪ ধরণের নকল প্রসাধনী, প্রসাধনী তৈরীর কেমিকেল ও মোড়ক জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ নকল কারখানায় এক্স, ফগ, কোবরা, ওয়ান ম্যান শো, সহ বিভিন্ন নামী দামী কোম্পানীর নামে নকল বডি স্প্রে, রঙ ফর্সাকারী নকল ক্রীম, বডি লোশন, ফেস ওয়াশ, গ্লিসারিন, আতর, উপটান, লোমনাশক ক্রীম উৎপাদন করা হতো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন