শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চালু হলো দেশের প্রথম ক্লাসিফাইড এফএম রেডিও আম্বার

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ৩১ আগস্ট থেকে দেশের প্রথম ক্লাসিফাইড এফএম স্টেশন রেডিও আম্বার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গুলশানে রেডিওটির নিজস্ব অফিসে বিকেলে এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। ইতোমধ্যে এ রেডিওটির সঙ্গে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের তিন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, রফিকুল আলম ও আবিদা সুলতানা। রেডিওটির পরিচালক (অনুষ্ঠান) হিসেবে দাযিত্ব নিয়েছেন আরজে ও অভিনেত্রী নওশীন নাহ্রীন। নওশীন বলেন, ‘আমরা শুধুমাত্র বাংলা সংস্কৃতি, বাংলা চিরায়ত সঙ্গীত ও ধ্রুপদ বাংলা গানের সংমিশ্রণে অনুষ্ঠান সম্প্রচার করবো। সবসময় এখানে কেবল বাংলা গান চলবে। এক্ষেত্রে ৬০ দশক থেকে ৯০ দশকের হারিয়ে যাওয়া জনপ্রিয় গানগুলোকে বেশি প্রাধান্য দেয়া হবে। পাশাপাশি এ প্রজন্মের শ্রোতাদেরকেও শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। এজন্য তারুণ্যদীপ্ত একঝাঁক আরজে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা তাদের শাণিত চিন্তা দিয়ে সহজেই শ্রোতাদের কাছে এ রেডিওকে পৌঁছে দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। রেডিওটির সিইও আমিনুল হাকিম বলেন, ‘প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্ন ধারার গান পরিবেশিত হবে এতে। বাণিজ্যিক ও প্রতিযোগিতার এই সময়ে নিজস্ব সংস্কৃতির উত্তরাধিকার ধারণ করার আপাত এই কঠিন কাজটি করার মানসে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। রেডিও স¤পর্কে প্রচলিত যে ধারণা আছে, সেটাও আমরা ভেঙ্গে দিতে চাই।’ রেডিও আম্বারে এখন প্রতিদিন ৪টি শো হচ্ছে। এগুলো হচ্ছে- ব্রেকফাস্ট উইথ নওশীন, ওল্ড স্কুল, আম্বার নাইট ও রাত প্রহরী। এছাড়াও প্রতি সপ্তাহে দুইদিন ‘মোর মিউজিক’ নামে একটি অনুষ্ঠান পরিবেশিত হয়। রেডিওটি শোনা যাবে ১০২.৪ এফএমে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন