শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সোনাগাজীতে অবৈধ ভুমি দখল ; জাতীয় পাটির নেতার এক লক্ষ টাকা জরিমানা

সোনাগাজী ( ফেনী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১:৪১ পিএম

সোনাগাজী উপজেলার থাক খোয়াজের লামছি -চর খোন্দকার মৌজায় অবৈধভাবে সরকারি খাল ও ভুমি দখলের কারনে জাতীয় পার্টির সদস্য সচিব সিরাজুল ইসলামের এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
সোমবার বিকালে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন ।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে সিরাজুল ইসলাম কে এক লক্ষ টাকা অর্থদণ্ড , ২টি মাটি কাটার এক্সেভেটর মেশিন জব্দ , দুজন ড্রাইভারকে প্রশাসনের জিম্মায় নেওয়া হয়।
পুলিশ ও আনসার টিমের সহায়তায় ওই সময় উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দখলকৃত খাল ও ভুমিতে সকল স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । এতে প্রায় ৪৬ একর সরকারি জমি উদ্ধার করা হয় ।
এদিকে অপু চৌধুরী জানান , সাবেক এমপি রহিম উল্যাহ এবং ফেনী- ৩ আসনের সাংসদ জেনারেলমাসুদ চৌধুরীর নাম ভাঙ্গিয়ে স্থানীয় প্রভাবশালী মহল ভুমি জোরপুর্বক দখল করে নেয় । ওই সব জমি অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগ্রহনের প্রস্তাব করেছে জেলা প্রশাসন ।
এই বিষয়ে জানতে চাইলে জাপা নেতা সিরাজুল ইসলাম সিরাজ জানান, আমার ভাড়ায় চালিত স্কাভেটর মেশিন আটক করে ও জরিমানা করে, ভূমি দখলের অভিযোগ তিনি অস্বীকার করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন