শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

জাল নোটসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর লালবাগ ও শ্যামপুর এলাকা থেকে  ৬৪ লাখ ৭৭ হাজার টাকার জালনোটসহ প্রতারক চক্রের তিন সদস্যকে  গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা হল- আলম মিয়া (২৮), আলমগীর (৩০) ও মান্নান মুন্সী (২২)। গত বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী জানান, বুধবার দিবাগত রাতে লালবাগের শহীদ নগর এলাকা থেকে জালনোটের কারবারী আলম মিয়া ও আলমগীরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৩ লাখ ৭৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। রাতেই ডিবির আরেকটি টিম শ্যামপুরের জুরাইন রেলগেট এলাকা থেকে মান্নান মুন্সি নামে এক ব্যক্তির কাছ থেকে এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। গ্রেফতারকৃতরা জানায়, বিভিন্ন উৎসব উপলক্ষে তারা জালনোট বাজারজাত করে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন