শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

উল্লাপাড়ায় তিন জেএমবি গ্রেফতার

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিপুল পরিমাণ জিহাদী বইসহ তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি নতুন করে সদস্য সংগ্রহ করার জন্য উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের চাকসা ও চরমোহনপুর গ্রামে তৎপরতা চালাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় বিপুল পরিমাণ জিহাদী বইসহ ইসরাফিল, রুহুল আমিন ও আলমাস নামে তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। এরা সকলেই উল্লাপাড়া উপজেলার চড় মোহনপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে সন্ত্রাসদমন আইনে মামলা দায়ের করা হবে থানা সূত্রে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন