শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বন্দরনগরীতে সরকারি ওষুধ জব্দ

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর হাজারী গলিতে অভিযান চালিয়ে একটি ওষুধের গুদাম থেকে ৬ বস্তা ও ২০ কার্টন সরকারি ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব ওষুধ সরকারি হাসপাতালে বিনামূল্যে রোগীদের দেয়ার কথা ছিল। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে জেলা ও ওষুধ প্রশাসন ডিবি পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করে। এসময় একটি দোকানের তৃতীয় তলার গোডাউনে এসব ওষুধ পাওয়া যায়। এ ওষুধগুলো পরীক্ষা করলে দেখা যায় প্রত্যেকটি ওষুধই অনেক দামী।
অপরাধের মাত্রা ও বিচার মোবাইলকোর্টের তহসিলভুক্ত না হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত মামলা করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত আর ও ২টি দোকানে অভিযান পরিচালনা করে ২ কার্টন আমদানী নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করে। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি এ আদালত পরিচালনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন