রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের ঋণের কিস্তি পরিশোধের সময় আরও ছয় মাস বাড়ানো হয়েছে। শ্রমিক ও কর্মচারীরা তিন মাসের বেতন বাবদ সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে ওই ঋণ সুবিধা পেয়েছিল। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মার্চ হতে ঋণগ্রহীতারা আরও ছয় মাস গ্রেস পিরিয়ড প্রাপ্য হবেন। সময় বাড়ানোর কারণে আগামী সেপ্টেম্বর থেকে প্রথম কিস্তির সময় শুরু হবে। যদিও, আগের সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি পর্যন্ত গ্রেস পিরিয়ড ছিল। তবে, প্রতিমাসে এক কিস্তি হিসেবে ১৮ কিস্তিতে ঋণ পরিশোধের সিদ্ধান্ত বহাল আছে। জানা গেছে, এসব প্রতিষ্ঠানকে প্রথম দফায় ২ শতাংশ সার্ভিস চার্জে পাঁচ হাজার কোটি টাকা এবং ৪ শতাংশ সুদে ৫ হাজার পাঁচশ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। সরকার ২ শতাংশ সার্ভিস চার্জ এবং ব্যাংকগুলোকে দেওয়া ঋণ বাবদ ৪ দশমিক ৫ শতাংশ সুদ বাজেট থেকে ভর্তুকি দেবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন