পিলখানা ট্রাজেডিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন বলেছেন, পিলখানা হত্যাকান্ড নিয়ে জনমনে কিছুটা বিভ্রান্তি আছে। দেশে গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার নেই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। পিলখানা হত্যাযজ্ঞের এক যুগ পূর্তিতে গতকাল বৃহস্পতিবার বনানী সেনা কবরস্থানে শহীদ সেনা অফিসারদের কবরস্থানে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পিলখানা হত্যাকান্ডে দেশের শ্রেষ্ট সন্তানদের হত্যা করা হয়েছে।
২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকনের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা হান্নান আহমদ খান বাবলু, কাজী মো. নজরুল, মহসিন সরকার, গাজী ওমর ফারুক, গোলাম মোস্তফা, লোকমান পাটোয়ারি, আনোয়ার হোসেন, নিজাম উদ্দীন সরকার প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন