চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোঃ শামীমকে চট্টগ্রামের পতেঙ্গা সী-বীচ থেকে গতকাল (শুক্রবার) অপহরণের ৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনার সাথে জড়িত আনোয়ার হোসেন ও স্বপন মিয়া নামের দুই অপহরণকারীকেও আটক করা হয়।
জানা গেছে, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছোটখিল গ্রামের মোহাম্মদ উল্যাহ পুত্র ও চৌদ্দগ্রাম সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোঃ শামীমকে পার্শ¦বর্তী বৈলপুর গ্রামের এনায়েত উল্যাহর পুত্র আনোয়ার হোসেন ও ছোটখিল গ্রামের জাফর আহমদের ছেলে আবদুল আহাদ বেড়ানোর কথা বলে কৌশলে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে নিয়ে যায়। গতকাল (শুক্রবার) সকাল ৯টায় শামীম পতেঙ্গা সী-বীচে ঘুরতে গেলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা আনোয়ার ও আহাদের যোগসাজশে কয়েকজন যুবক তাকে ডিবি পরিচয়ে অপহরণ করে কাঠগড় এলাকার একটি ঘরে আটকে রাখে। এসময় অপহরণকারীরা শামীমকে বারবার মারধর করে কান্নাজড়িত কণ্ঠে তার বাবা ও স্বজনদের নিকট মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ করে দাবি করে আসছিল। অপহরণকারী মুক্তিপণের টাকা পাঠানোর জন্য শামীমের বাবা মোহাম্মদ উল্যাহর মোবাইলে বিকাশ ০১৭৫৫৬৮২৫৫১ নাম্বারটি এসএমএস করে পাঠায়। শামীমের বাবা বিষয়টি পতেঙ্গা থানায় জানালে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম বিকেলে শামীমকে উদ্ধার ও অপহরণকারী আনোয়ার ও স্বপন মিয়াকে আটক করে।
এব্যাপারে শুক্রবার রাতে পতেঙ্গা থানার এসআই মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, কলেজ ছাত্র শামীমকে উদ্ধার ও জড়িত দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন