রাজশাহী ব্যুরো : আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। সকাল ১১টায় রাজশাহী পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৪টায় নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন। আরএমপি পুলিশ লাইন সাজানো হয়েছে বর্ণাঢ্য ভাবে। নগরীর তোরণ শোভা পাচ্ছে ব্যানার। রয়েছে রক্তদান কর্মসূচিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন