শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল কেআইওসি

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : যশোরের ঝিকরাগাছার গাজীর দরগায় কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্স-কেআইওসি বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৫ লাভ করেছে। কেজেআরসি ঢাকা অফিসের বিশেষ ব্যবস্থাপনায় ২০১১-২০১২ইং সালে ঝিকরগাছা উপজেলা বন বিভাগের সহায়তায় ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপনের মাধ্যমে প্রতিষ্ঠানে বনায়ণ করে জাতীয় পর্যায়ে ‘ক’ শ্রেণিতে দ্বিতীয়স্থান অর্জন করায় গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও বন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কেআইওসি‘কে পুরস্কার স্বরূপ ক্রেস্ট, কুড়ি হাজার টাকার চেক ও সনদ প্রদান করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি ও মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ। প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ইয়াতিম কমপ্লেক্সের সুপার (শিক্ষা) মাওলানা মোঃ আব্দুল হালিম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন