স্টাফ রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার বাচাই পর্বে অংশগ্রহণ করে সকল হাফেজাদের পিছনে ফেলে হাফেজা রাফিয়া হাসান যিনাত নির্বাচিত হয়েছে। সে প্রখ্যাত হাফেজ ক্বারী আলহাজ নেছার আহমাদ আন নাছিরী কর্তৃক পরিচালিত যাত্রাবাড়ীস্থ বিশ্বসেরা হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্রী। ইতিপূর্বে সে জর্ডানে বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে ২য় স্থান অর্জন করেছিল। উল্লেখ্য ইতিপূর্বে অত্র মাদরাসার ছাত্র/ছাত্রীরা সউদী আরব, মিশর, আলজেরিয়া, লিবিয়া, ইরান, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, গাম্বিয়া ও জর্দানে একাধিকবার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারকরে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে সমুজ্জল করেছে। এছাড়া জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন টিভি চ্যানেলে মাহে রমজানে প্রচারিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় উল্লেখিত মাদরাসার ছাত্ররা ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত ১ম, ২য়, ৩য় স্থান অর্জন করে আসছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন