শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সরকারি কর্মচারীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদনের সময় বৃদ্ধি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম

রকারি কর্মচারীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।
আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন তারা। একই সঙ্গে আবেদনের শর্ত ও নিয়মাবলি সংশোধন করা হয়েছে।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, ২০২০-২১ অর্থবছরের জন্য সরকারের অসামরিক খাতের ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত কর্মচারীর (ডাক, তার ও দূরালাপনি, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীরা ছাড়া) এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত (১১ থেকে ২০তম গ্রেড) কর্মচারীর সন্তানদের এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অক্ষম অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদন আহŸান করা হয়েছে।
আবেদনকারীদের সুবিধার্থে আবেদনের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বর্ধিতকরণসহ আবেদনের শর্ত ও নিয়মাবলি সংশোধন করা হয়েছে। আবেদনের সংশোধিত শর্ত ও নিয়মাবলি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আবেদন দাখিলের শর্ত ও নিয়মাবলি অনুসরণ করে এই লিঙ্কের মাধ্যমে ৩১ মার্চের মধ্যে আবেদন করার অনুরোধ জানিয়েছে কর্মচারী কল্যাণ বোর্ড।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন