শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ১১:১৪ এএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার একটি এসইউভি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয় এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

স্থানীয় সময় মঙ্গলবার (০২ মার্চ) সকাল ৬টা ১৫ মিনিটে মেক্সিকো সীমান্তের প্রায় ১১ মাইল উত্তরে এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে ১০০ মাইল পূর্বে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনার বিষয়ে ক্যালিফোর্নিয়ার পুলিশ বলেছে, এসইউভি গাড়িটি হঠাৎ করে ট্রাকের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে । এতে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছে।
দেশটির ফায়ার সার্ভিস অফিসাররা জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ জন মারা যায় এবং আহতদের হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়া হাইওয়ের পেট্রোল চিফ ওমর ওয়াটসন বলেছেন, দুর্ভাগ্যজনক এসইউভি গাড়িতে অতিরিক্ত যাত্রী ছিল। সংঘর্ষের পরে কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় গাড়ি থেকে বের করা হয়েছে।

বর্ডার পেট্রোলের একজন মুখপাত্র ম্যাকারিও মোরা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের অভিবাসন বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। নিহতরা কৃষক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিহতদের বয়স ২০ থেকে ৫৫ বছর। সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন