সাতক্ষীরায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট প্রত্যাহার করেছে।
প্রশাসনের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে বুধবার ( ০৩ মার্চ) সকাল ৮ টা থেকে হঠাৎ ধর্মঘট শুরু হওয়ায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
নসিমন,করিমন, মাহেন্দ্র, ইজিবাইকসহ মহাসড়কে চলাচলকারী সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মোটর শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়।
সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, অবৈধ যানবাহন চলাচল করায় বাসে যাত্রী কমে গেছে। সে কারণেই এই ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ইউনিয়ন। তবে, পুলিশ প্রশাসন আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন