রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ডামুড্যায় পার্কে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শরীয়তপুর সংবাদদাতা  :  দক্ষিণ ডামুড্যায় স্থানীয় মডেল টাউনের স্থাপিত পার্কে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। ডামুড্যা থানা ব্রীজের সামনের সড়কে অর্ধশতাধিক যুবক এ কর্মসূচী পালন করে। এ সময় তারা ডামুড্যা থানা ভবন ও মসজিদের পাশে স্থাপিত পার্কের ভিতর অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ এনে তা বন্ধের দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন, বালু ব্যবসায়ী বিল্লাল হোসেন, সমাজ সেবক সাইফুল ইসলাম, স্থানীয় সাহু ছৈয়াল, ফয়সাল মাদবর, শুকুর ছৈয়াল, ব্যবসায়ী বাচ্চু, সোহেল ফকির প্রমুখ।
মানববন্ধন চলাকালে ওই সড়ক দিয়ে যাওয়া পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের বরাবরে তারা মৌখিক অভিযোগ জানায়। পুলিশ সুপার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে মানববন্ধন ভঙ্গ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন