শ্রীপুর উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে ভয়-ভীতি দেখিয়ে কতিপয় সেনা সদস্যদের বিরুদ্ধে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে তিন যুবক সংবাদ সম্মেলন করেছেন। এ ব্যাপারে শ্রীপুরের সাইটালিয়া এলাকার মৃত এনায়েত উল্লাহর ছেলে মনিরুজ্জামান মানিক শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে, রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকার ২৫১ পশ্চিম রামপুরার বাসিন্দা ও খোরশেদ আলমের স্ত্রী পারভীন আক্তার এবং কতপিয় সেনা সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। নির্যাতিতরা এ ব্যাপারে গতকাল শুক্রবার বিকেলে শ্রীপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে তারা বলেন, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত পারভীন আক্তার ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর দুটি গাড়ীযোগে (একটি গাড়ীর নং ০৩-৩৩৮৮) কমপক্ষে আটজন সেনা সদস্য মনিরুজ্জামান মানিকের বাড়িতে যায়। তারা মানিকের মাধ্যমে মুঠোফোনে একই এলাকার সোলায়মানের ছেলে শিব্বির আহম্মেদ ও আব্দুল খালেকের ছেলে মো: জসিম উদ্দিনকে ডেকে আনে। পরে ওই এলাকায় পারভীন আক্তারের ক্রয় করা বাড়িতে নিয়ে গিয়ে ভয়-ভীতি ও মারপিটের হুমকি দেয়। এসময় একশত ৫০ টাকার ননজুডিশিয়াল সাদা স্ট্যাম্পে তাদেরকে স্বাক্ষর দিতে বলে। ভয়ে শঙ্কিত হয়ে তারা স্বাক্ষর দিতে বাধ্য হয়। ২ সেপ্টেম্বর শুক্রবার তারা এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। শ্রীপুর থানার কর্তব্যরত কর্মকর্তা (এএসআই) আসাদ জানান, সেনা সদস্যদের নাম উল্লেখ নাই। তবে একটি অভিযোগ মানিক দিয়ে গেছেন। অভিযোগটি তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন