শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন যুক্ত হচ্ছে ইরানের বিমান বাহিনীতে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ৮:৩৬ পিএম

ইরানের সামরিক বাহিনীর বিমান ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, খুব শিগগিরই অত্যাধুনিক ড্রোন 'কামান-২২' বিমান বাহিনীতে যুক্ত হবে। এই ড্রোনটি বোমা ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন উপাদান বহন করতে সক্ষম। তিনি আরও বলেছেন, এই ড্রোনের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি দীর্ঘ সময় ধরে উড়তে পারে। এটি প্রায় ২৪ ঘণ্টা একটানা উড়তে পারে। উড়ার সময়টা আরও বাড়ানো সম্ভব। -পার্সটুডে

ইরানের বিমান বাহিনীর এই কমান্ডার আরও বলেন, অনেক দূরে গিয়ে শত্রুর অবস্থান শনাক্তকরণ, ছবি উত্তোলন ও বোমাবর্ষণসহ নানা তৎপরতা চালাতে পারে এই ড্রোন। এর ফলে এই ড্রোন ইরানের বিমান বাহিনীর সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে। ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদে বলেন, মার্কিন ও ইহুদিবাদী গণমাধ্যম বলছে ইরানের এ ধরণের ড্রোন তৈরির সামর্থ্য নেই। কিন্তু এর আগেও প্রমাণিত হয়েছে আমরা যা বলি তা অবশ্যই করি। এর আগে যখন আমরা 'কামান-১২' মডেলের ড্রোনের কথা ঘোষণা করি তখনও অনেকেই তা বিশ্বাস করেনি। কিন্তু বিভিন্ন মহড়ায় ওিই ড্রোনের কার্যকারিতা সবাই লক্ষ্য করেছে। নতুন ড্রোন 'কামান-২২' এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন