শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হিজলায় ৭৪টি চোরাই গবাদি পশু উদ্ধার

আটক ১

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ৮:৫৪ পিএম

বরিশালের হিজলা উপজেলার মাটিয়াল গ্রাম থেকে ৭৪টি চোরাই গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত পশুগুলোর মধ্যে ৩৪টি গরু ও ৪০টি মহিষ বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় শাহজাহান রাঢ়ী নামে এক পেশাদার চোরকে আটক করার কথাও পুলিশ জানিয়েছে। পেশাদার এ চোর ভোলা, লক্ষ্মীপুর ও বরিশালের বিভিন্ন এলাকা থেকে গরু-মহিষ চুরি করে মাটিয়াল গ্রামে লুকিয়ে রাখত। উদ্ধারকৃত গরু ও মহিষের দাম প্রায় ৫০ লাখ টাকা।

গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে হিজলা থানা পুলিশ এ বিপুল সংখ্যক গবাদি পশু উদ্ধার করে স্থানীয়ভাবে জিম্মায় রেখেছে। গ্রেফতারকৃত শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়ের ও তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ ঘটনার নেপথ্য কারণও উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন