শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরায় রাধা-রানী মূর্তি উদ্ধার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২১, ৩:৫৫ পিএম

সাতক্ষীরার পাটকেলঘাটায় একটি পুকুর থেকে ৪০০ বছরের পুরাতন রাধা-রানী মূর্তি উদ্ধার হয়েছে। শনিবার (৬ মার্চ) সকাল ১১ টার দিকে কুমিরা বাবুর পুকুর থেকে এই মূর্তি উদ্ধার হয়।

ইটভাটা মোল্লা ব্রিকস এর লোকজন স্কেভেটর দিয়ে মাটি কাটছিলেন। এ সময় মুর্তিটির উপরে মাটি কাঁটা হাতল সাজোরে আঘাত করলে ঝনঝন শব্দ হয়।মুহূর্তে এলাকাবাসীসহ স্থানীয় শ্রমিকরা জড়ো হয়ে সেটি উদ্ধার করেন। এদিকে, স্বর্ণের মূর্তি পাওয়া গেছে এমন খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার হওয়া মূর্তিটি নিজেদের কাছে নেয়।
পরে থানার এস আই বুলবুল আহম্মদ মূর্তিটি পাটকেলঘাটার প্রান্ত জুয়েলার্সে নিয়ে গেলে সেটি পিতলের মূর্তি বলে জানান। মূর্তিটির
ওজন ১ কেজি ৪০০ গ্রাম। এটি ৪০০ থেকে সাড়ে ৪ শ বছরের পুরাতন রাধা-রানী মুর্তি বলে স্বর্ণকারেরা অনুমান করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন