শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জমকালো আয়োজনে কক্সবাজারস্থ উখিয়া সমিতির মিলন মেলা অনুষ্ঠিত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২১, ৪:০০ পিএম

কক্সবাজারস্থ উখিয়া সমিতির মিলন মেলা শহরের মোটে প্রবালে আজ অনুষ্ঠিত হয়। জমকালো আয়োজনে এই মেলায় মেজবানে সব দলমতের মানুষ অংশ গ্রহণ করেন।
 
শনিবার (৬ মার্চ) সকাল ১০ টা থেকে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
 
দুপুরে সমিতির আহবায়ক মাওলানা উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত ও প্রফেসর আক্তার চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান,  প্রফেসর ড. মোক্তার আহমদ, প্রফসর নুরুল হক, উখিয়া উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান  মাহমুদুল হক চৌধুরী কক্সবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও সমিতির সদস্য সচিব রবিন্দ্র বডুয়া। 
 
মেলায় দল-মত শ্রেণী-পেশা নির্বিশেষে উখিয়াস্থ কক্সবাজারে অবস্থানকারী রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও পেশাজীবি ছাত্র যুবকেরা সমিতি আয়োজিত মেজবানে অংশ গ্রহণ করেন।
 
মেলায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আইটেম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই মিলন মেলার সমাপ্তি হয়।
 
 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন