কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইসরাফিল ওরফে কান্দু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার করগাঁও ডাঙ্গেরগাঁও নামক স্থানে। নিহত কান্দু মিয়া আব্দুল হাসিমের পুত্র। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য গতকাল কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির সীমানা নিয়ে কান্দু মিয়ার সাথে প্রতিপক্ষ আরব আলীর কাথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরব আলীর ছেলে হৃদয় মিয়া ধারালো অস্ত্র দিয়ে কান্দু মিয়াকে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, চাচাতো ভাইয়ের সাথে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটে। মামলার প্রস্তুতি ও আসামি গ্রেফতার অভিযান চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন