চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি দায়ে নিউ ঢাকা বেকারী ও মিনারেল পানি সাপ্লাইয়ার কুল ড্রিংকিং ওয়াটার নামে ২ টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত।
আজ (সোমবার) বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এসময়ে বিএসটিআই কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন চৌধুরী জানান, বিএসটিআই অনুমোদন হীন ও অস্বাস্থ্যকর পরিবেশে নিউ ঢাকা বেকারী নামে একটি বেকারীকে খাবার তৈরীর দায়ে ৫০ হাজার টাকা ও মিনারেল পানির সাপ্লাইয়ার কুল ড্রিংকিং ওয়াটার নামে এ প্রতিষ্ঠানে ড্রিংকিং ওয়াটার বিএসটিআই এর লাইসেন্স দেখাতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন