উত্তর : হুজুর (সা.) এ তিন সময় জোরে পড়েছেন তাই। বাকী দুই সময় আস্তে পড়েছেন তাই। কারণ, রাতের অংশের তিন ওয়াক্ত নামাজের কেরাত মুসল্লীরা মনোযোগ দিয়ে শুনতে পারে। মসজিদ ও আশপাশের বাজারেও কোনো হৈহুল্লোড় থাকে না। আবার দিনের ভাগের দুই ওয়াক্তে নামাজে মুসল্লীদের মনোযোগ দিয়ে কেরাত শুনার সুযোগ কম, মসজিদ ও আশপাশে মানুষের হৈচৈ থাকে বেশী। অতএব, এভাবেই নামাজ পড়া সুন্নাত করা হয়েছে। কারণ যাইহোক কেয়ামত পর্যন্ত নামাজের কেরাত এমনই থাকবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন