জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক সাধারণ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে শাখা ছাত্রলীগের কর্মী শামীম ওসমান গণি। আহত শিক্ষার্থী নৃবিজ্ঞান বিভাগের মো. শিমুল ইসলাম গতকাল শনিবার এই ঘটনার বিচার চেয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।
অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করেন, গত ১ সেপ্টেম্বর জাবির আল বেরুণী হল সংলগ্ন পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেভি বøু রঙের একটি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি রিকশাকে সজোরে ধাক্কা দিলে রিকশাওয়ালা ছিটকে পড়ে যায়। ঘটনার সময় উপস্থিত শিমুল ইসলাম নিজেও আঘাতপ্রাপ্ত হন। এ সময় গাড়িতে চালকের আসনে ছিলেন জাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী শামীম ওসমান গণি (ইতিহাস বিভাগ) শিমুল ইসলাম গাড়ির চালক কে জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে শামীম ওসমান লাঠি দিয়ে তাকে আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে জানতে চাইলে শামীম ওসমান গণি বলেন, সে আমার গাড়ীর গøাসে ধাপ্পড় দেয় এবং আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিল। তাছাড়া ঘটনাটি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ঘটে। প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন