স্টাফ রিপোর্টার : দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য শিপন হাবীবের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি। একই ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নও। ডিআরইউর সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ গতকাল এক বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে নেতারা এই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ছাড়া তাকে কোনো প্রকার হয়রানি না করার আহŸান জানিয়েছেন। তারা বলেন, একজন সাংবাদিককে অহেতুক হয়রানি করা দেশে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার অন্তরায়। একই সঙ্গে রেলওয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে রেলওয়ের শ্রমিক নেতা ও কর্মকর্তার দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
উল্লেখ্য, রেলওয়ের দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য নিয়ে রিপোর্ট করায় গত ৩১ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার বাদি রেলওয়ের জিএম আব্দুল হ্ইা, রেলমন্ত্রীর পিএস কিবরিয়া মজুমদার, মন্ত্রীর পিএ জামালউদ্দিন ও রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির। রিপোর্টে নিয়োগ বাণিজ্যের সঙ্গে এই চারজনের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছিল। ঘটনার প্রায় দেড় মাস পর এই মামলা করা হয়। আদালত শাহবাগ ও শাহজাহানপুর থানাকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে একই ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নও। এ সময় ইউনিয়নের নেতারা হয়রানি বন্ধ না হলে রেলওয়ের বিরুদ্ধে কঠোর কর্মসূিচ দেয়ার ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন