দিনাজপুরের বোয়ালদাড় পাকা রাস্তায় দিয়ে হিলিতে থেকে ঘোড়াঘাট যাওয়ার পথে মাছ ব্যবসায়ী সাবু মিয়া (৩৭)কে বিজিবি সদস্য খালিদ পেছন দিক থেকে এসে সামনে মটর সাইকেল দিয়ে ব্যারকেট দিলে সাবু মিয়া গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে গাছের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় পরে তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করার পর মারা যায়। এ সময় বিজিবি সদস্য খালিদও আহত হয়।
নিহত মাছ চাষি আসাদুজ্জামান সাবু মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রামকৃষœপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
বিজিবি সদস্য খালিদ জানায়, আজ মঙ্গলবার দুপুরে গোপন সুত্রে সংবাদ পেয়ে ওই মটর সাইকেলকে ধাওয়া করা হয় এবং তার গতিরোধের চেষ্টা করলে সে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন ।বস্থায় মারা যায়। তার কাছ থেকে ১৮ বোতল ফেন্সিডল পাওয়া গেছে।
হাকিমপুর থানার অফিসার ইনচাজ ফেরদৌস ওয়াহিদ জানান, বিজিবির মৌখিক সংবাদের ভিত্বিত্বে হাসপাতালে এসে ধেখলাম। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।
নিহত সাবুর স্ত্রী জেসমিন বেগম ও এলাকাবাসী জানান, সাবু মাছ চাষ করে, সে মাদক ব্যবসায়ী না। তারা এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিজিবির বিচার দানী করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন