শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আয়কর ফরম সহজ করা হচ্ছে -অর্থ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আয়কর ফরম কঠিন। করদাতারা সহজে বুঝতে পারেন না। সরকার সহজ করতে কাজ করে যাচ্ছে। এ জন্য আয়কর সচেতনতায় সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়কর সচেতনতামূলক কর্মশালায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ডিআরইউ ও গোল্ডেন বাংলাদেশ কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে।
এম এ মান্নান বলেন, পৃথিবীর অনেক দেশেই কর ফাঁকি দেয়ার প্রবণতা আছে। তবে দেশের উন্নয়নের স্বার্থে আমাদেরকে এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। কর প্রদানে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।
সরকারি প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পে ভয়ঙ্কর সমস্যা রয়েছে। বছরে বছরে প্রকল্প বাস্তবায়ন হয় না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন