বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিআইআইটির নারীবিষয়ক সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ইসলামিক থিংকট্যাংক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এবং ব্যাংকক ভিত্তিক সংগঠন এশিয়ান রিসোর্স ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ ‘নারী, ইসলাম ও এসডিজি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ, লেখক এবং সরকারের সাবেক সচিব শাহ আব্দুল হান্নান।

বিআইআইটির নির্বাহী পরিচালক ড. এম আব্দুল আজিজের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন দ্যা উইটনেসের প্রেসিডেন্ট ও বিআইআইটির ফেলো ড. নাসিমা হাসান।

আলোচক ছিলেন এশিয়ান রিসোর্স ফাউন্ডেশন-ব্যাংকক, থাইল্যান্ডের প্রোগ্রাম সমন্বয়ক নূর-ই-জান্নাত এমি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মাসুমা বেগম, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আব্দুল কাদের। সঞ্চালনায় ছিলেন বিআইআইটির ইভেন্ট কোঅর্ডিনেটর ড. ইবরাহীম খলিল আনোয়ারী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন