শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় অবৈধ ইটভাটা ও ৬ কয়লা কারখানার কার্যক্রম বন্ধ

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ১২:০৭ এএম

খুলনার পাইকগাছা উপজেলায় আলোচিত যমুনা ইটভাটা বন্ধ ও ৬টি কয়লা তৈরির কারখানা ভেঙে দিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটীস্থ যমুনা ব্রিকস এবং উপজেলার চাঁদখালীতে কয়লা কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড শাহরিয়ার হকের নেতৃত্বে ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় লাইসেন্সসহ প্রয়োজনীয় অনুমোদন না থাকায় যমুনা ব্রিকসের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অপরদিকে অবৈধভাবে কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ করে কয়লা তৈরির অভিযোগে চাঁদখালী ইউনিয়নে ৬টি কয়লা কারখানা ভেঙে দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন