শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় আল্লারদর্গায় ২৬ লাখ টাকার নকল পন্য সামগ্রী উদ্ধার

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ৩:২৩ পিএম

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজার এলাকার পরিবেশক ব্যবসায়ী বাপ্পি’র জয়ভোগাস্ত গোডাউন থেকে নকল ও ভ্যাট বিহীন বিপুল পরিমান মশার কয়েল ও প্রসাধনী উদ্ধার করেছে ভেড়ামারা কাষ্টম কর্তৃপক্ষ।

ভেড়ামারা কাষ্টমস্’র আর.ও. নওশেদ আলী মুন্সী স্থানীয় সাংবাদিকদের জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে জয়ভোগা গ্রামের বাবলু প্রামানিকের ছেলে বাপ্পি’র গোডাউন থেকে প্রায় ২৬ লাখ টাকার মশার কয়েল ও প্রসাধনী উদ্ধার করা হয়েছে।

জব্দকৃত পন্যের বিপরীতে সর্বমোট রাজস্ব ৫লক্ষ ৭৫হাজার ২০৮ টাকা।

এসব মালামাল কুষ্টিয়া কাষ্টমস্ এ জমা দেওয়া হয়েছে। এলাকাবাসী জানান, রাতে তারা ১০ চাকার ট্রাক ভর্তি করে কাষ্টম’র লোকজন মশার কয়েল ও নানা রকম নকল প্রশাধনী নিয়ে যেতে দেখেন।

বাপ্পি দীর্ঘ দিন থেকে নকল মালামাল তৈরী ও গোপনে বিভিন্ন দোকানে পরিবেশক হিসেবে পরিবেশন করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন