ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আবারো প্রাচীন যুগের কষ্টি পাথরের যুগল ও আধাভাঙ্গা মূর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আহসান হাবীবসহ সঙ্গিয় র্ফোস নিয়ে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) প্রীতম সাহা। উপজেলার বাচোর ইউনিয়নের মহেশপুর গ্রামের জে এম কে ইটভাটার মাটির স্তুপ থেকে এ মূতিগুলো উদ্ধার করেন। মুর্তিগলোর মধ্যে লক্ষী নারায়ন যুগল মূতিটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি প্রস্থ সাড়ে ৭ ইঞ্চি এটির ওজন প্রায় ৮ কেজি ৮শ ৯০ গ্রাম। ভাঙ্গা অংশটির দৈঘ্য সাড়ে ৮ইঞ্চি প্রস্থ সাড়ে ৩ ইঞ্চি এটির ওজন প্রায় ১ কেজি ৭শ ৭৫ গ্রাম বলে নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি)।
উপজেলা সহকারী কমিশনার(ভুমি) প্রীতম সাহা বলেন,ইতিমধ্যেই ঐ ইটভাটার স্তুপ থেকে আরো একটি মূতি উদ্ধার করা হয়েছে। তিনি ধারণা করে বলেন, যেখান থেকে এ মাটিগুলো খনন করে নিয়ে আসা হচ্ছে সেখানেই এ মূর্তিগুলো ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন