শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের থাবায় কর্মচারী আহত

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ৪:৪৩ পিএম

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে বাঘের থাবায় মজনু মিয়া (৩৫) নামে এক কর্মচারী আহত হয়েছে। আহত মজুন মিয়াকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মজুন মিয়া বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে।

রবিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে এবং এখানে বেড়াতে আসা মানুষ নিজেদের রক্ষার জন্য দিক বিদিক ছুটাছোটি শুরু করে।

আহত ব্যক্তি সাফারী পার্কের আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করছিল। সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, কোর সাফারী অংশে বাঘের বিচরণ থাকে।
সেখানে এনক্লোজারে বেশ কিছু বাঘ ছিল। এসময় এনক্লোজারের সামনে হঠাৎ করে এই কর্মচারী বাঘের সামনে পড়ে গেলে সে বাঘের আক্রমনের স্বীকার হয়।
এ ঘটনায় পার্কের অন্যান্য কর্মচারীরা তাৎক্ষনিক ভাবে বাঘটিকে সরিয়ে মজনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।
বাঘের থাবায় আহত মজনু মিয়ার বগলের নীচে এবং বাম হাতের উপরে ক্ষত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন