বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর কমিটি পূর্ণগঠন করা হয়েছে। ২০২১-২২ সেশনের জন্য পুর্নগঠিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে মাওলানা মুজিবুর রহমান হামিদীকে আমীর পুননির্বাচিত এবং মোফাচ্ছির হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত শনিবার মারকাযুল খেলাফত জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদরাসায় কমিটি পুনগঠন উপলক্ষে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলের আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী কমিটির পুনগঠন কার্যক্রম সম্পন্ন করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক- মুফতি সুলতান মুহিউদ্দিন ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ। নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, নায়েবে আমীর মাওলানা ফিরোজ আশরাফী, মুফতী আব্দুর রহীম কাসেমী, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, মুফতী আখতারুজ্জামান আশরাফী, মুফতী আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান, অ্যাডভোকেট মুহাম্মাদ লিটন চৌধুরী, মাওলানা আ.ফ.ম. আকরাম হোসাইন, সহ সাধারণ সম্পাদক মুফতী নাঈম হোসাইন, মুফতী আল আমীন, সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা তালহা জোবায়ের, প্রচার সম্পাদক মুফতী জসীম উদ্দীন, সহ প্রচার সম্পাদক মাস্টার শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতী আবু বকর,বিচার ও আইন সম্পাদক মুফতী মাহফুজুর রহমান, সহ বিচার ও আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ চৌধুরী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন