খুলনা ব্যুরো : গত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভিন্ন উপজেলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করেছিল খুলনা জেলা বিএনপি। পরবর্তীতে বহিষ্কৃত নেতৃবৃন্দ উপজেলা, পৌরসভা ও জেলা বিএনপি বরাবর লিখিত ও মৌখিকভাবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করবেন না মর্মে ক্ষমা প্রার্থনা করে আবেদন করায়- গত ২৩ আগস্ট অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক গঠিত উপ-কমিটি যাচাই-বাছাই শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করে। সেই আলোকে গতকাল খুলনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল আলম মনার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ দিয়েছেন। এরা হলেন-পাইকগাছা পৌর নেতা মিরাজুল ইসলাম মিরাজ, পাইকগাছা উপজেলার গাজী মো. কামরুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলার কামরুল ইসলাম সিপার, দাকোপ উপজেলার দেবপ্রসাদ গাইন, তেরখাদা উপজেলার রবিউল ইসলাম লাকু, শেখ রাজু আহমেদ, আরিফুল ইসলাম আরিফ, ডুমরিয়া উপজেলার জহুরুল ইসলাম, এফ এম গোলাম সরোয়ার, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান হবি, আব্দুস সালাম, বাবলু কবির এবং রূপসা উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদ শেখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন