গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রায়হান (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়া থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বঙ্গেশ্বরপুর এলাকার এক স্কুলছাত্রীর (১৪) সাথে একই উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়ার আব্দুর রহমানের ছেলে রায়হান (২২) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে ওই যুবক স্কুলছাত্রীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এদিকে ওই স্কুলছাত্রী তাকে বিয়ের জন্য চাপ দিলে সে নানা টালবাহানা করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রী বাদি হয়ে গত শনিবার সন্ধ্যায় গোমস্তাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ তার বাড়ি থেকে অভিযুক্ত রায়হানকে আটক করে। এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি শেখ শাহিন কামাল জানান, ঘটনার শিকার স্কুলছাত্রীকে গতকাল রোববার ডাক্তারি পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটককৃত যুবক রায়হানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন