বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘হাওরের ফসল ডুবলে দায় প্রশাসনের’

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০০ এএম

সুনামগঞ্জে হাওর বাঁচাও অন্দোলনের কেন্দ্রীয় কমিটির মানববন্ধনে বক্তারা বলেছেন, কৃষকের স্বপ্ন নিয়ে পাউবো ছিনিমিনি খেলছে। কিন্তু তা এবার হতে দেয়া যবে না। এবার হাওরের ফসল ডুবি হয় তাহলে এর দায় প্রশাসন এবং পাউবোকে নিতে হবে। গতকাল সোমবার বেলা ১১টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে হাওর রক্ষা বাঁধে অনিয়ম, দুর্নীতি ও সঠিক সময়ে হাওর রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা আরও বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার হলেও সুনামগঞ্জে কিছু দুর্নীতিবাজের কারণে সরকারের সে অর্জন ম্লান হচ্ছে। দুর্নীতিবাজরা কিছু বাঁধ আলাদা করে রেখেছে, সরকারের উচ্চ মহলের কেউ আসলেই শহরের কাছে ভাল বাঁধগুলো নিয়ে যায় পাউবো ও প্রশাসনের লোকজন। সুনামগঞ্জের কৃষকদের ফসলরক্ষার জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও পাউবো ও তাদের দোসরদের কারণে সরকারের এ সুফল কৃষকদের কাছে পৌঁছে না।
বক্তারা বলেন, গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শষে হওয়ার নির্দেশনার কথা থাকলেও তা মানেনি পাউবো। সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ে উপমন্ত্রী সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শনে এসে বলেছিলেন, ৭ মার্চের মধ্যে কাজ শেষ করতে হবে। সে নির্দেশনাও মানেনি পাউবো।

সংগঠনের যুগ্ম সম্পাদক সালেহিন চৌধুরী শুভর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়, উপদেষ্টা পরিষদ সদস্য নারীনেত্রী শিলা রায়, বিকাশ রঞ্জন চৌধুরী বানু, রমেন্দ্র কুমার দে মিন্টু, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য, একে কুদরত পাশা, সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক ফজলুল করিম সাঈদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক শহীদ নুরআহমেদ, তাহিরপুর উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল কিবরিয়া, যুগ্ম আহবায়ক মুসায়েল আহমদ, যুগ্ম আহবায়ক তুজাম্মিল হক নাছরুম সদস্য নুর মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহসভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি নুরুল গণি, সাধারণ সম্পাদক হাসান বশির, জামালগঞ্জ উপজেলা সভাপতি শাহানা আল আজাদ, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, দিরাই উপজেলার মিজানুর রহমান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন