শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রধানমন্ত্রীর হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ছি : ভার্চুয়াল সভায় অর্থমন্ত্রী

মেহেদী হাসান মুরাদ, কুবি থেকে : | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:০০ এএম

অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ছি। দেশের যেদিকে তাকাবেন সেদিকেই উন্নয়ন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও দেশের উন্নয়নের একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনারা শিক্ষাঙ্গনকে জ্ঞানগর্ভ দিয়ে আলোকিত করবেন এটা কামনা করি। বঙ্গবন্ধু ভ‚খন্ড স্বাধীন করে দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পর দেশকে চ‚ড়ান্ত সফলতার প্রান্তে নিয়ে যাবার সুযোগ পাননি। গতকাল মঙ্গলবার কুমিল্লা বিশ^বিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
দীর্ঘ প্রতিক্ষার পর আলোর পথে হাটছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনের মধ্যদিয়ে। গতকাল ভার্চুয়াল ক্লাসরুমে এক সভায় বিশ্ববিদ্যালয়টির ১৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের কাজ উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সভা শেষে মূলফটকের কাজ উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহেরের সঞ্চালনায় বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান, সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীনসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগের প্রধানবৃন্দ, কর্মকর্তা ও শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি ফ্লাগশিপ শিক্ষালয়। আধুনিকতার সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীরা যেন প্রফেশনাল শিক্ষাকে গুরুত্ব দিতে শেখে বর্তমান শিক্ষা কাঠামোতে সরকার সে বিষয়ে গুরুত্ব প্রদান করছে। আশা করছি যে সনাতন মনোভাব থেকে বেরিয়ে এসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রফেশনাল শিক্ষাকে জড়িয়ে নেবে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, যারা মেগা প্রকল্পের কাজ করবেন তাদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে দ্রæত কাজ শেষ হবে। সবার সহযোগিতা পেয়েছি বলেই কাজ শুরু করতে পেরেছি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন