বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে চোরাই সাবমেরিন ক্যাবল ও বিভিন্ন ধাতব পদার্থসহ চার জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর ২৫নং ওয়ার্ডের ধোপাবাড়ি সড়কের বরের ভিটা এলাকায় এক অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ ফুট দৈর্ঘ্য ও ৭৩ কেজি জনের সাবমেরিন ক্যাবল, দেড়শ’ কেজি তামার ক্যাবল, ৩৮ কেজি এলুমিনিয়াম ক্যাবল এবং ৪টি সাবমেরিন ক্যাবলের খোলা কাটা পাইপ।
আটককৃতরা হলেন, ধোপাবাড়ি সড়কের বরের ভিটার রমজান হাওলাদার (২২), ২৫ নম্বর ওয়ার্ডের বটতলা জোড়াপোল এলাকার মো. রানা হাওলাদার (২২), একই এলাকার বটতলা মোল্লাবাড়ির মো. আরিফ মোল্লা (২৬) এবং বরগুনার তালতলী থানার কড়ই বাড়িয়ার গেন্ডামারা ছোটবগীর মো. জলিল মল্লিক (৪৫)। তাদের মধ্যে রমজান ও আরিফ মোল্লার বিরুদ্ধে এর আগেও চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।মেট্রোপলিটন পুলিশ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বুধবার কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে একটি চুরি মামলা দায়ের করা হয়েছে বলে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন