শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৬ এএম

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন এবং আন্তর্জাতিক শিশু দিবস উদযাপন করেছে নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী দফতর। গত বুধবার এলজিইডি নারায়ণগঞ্জের সভাকক্ষে জেলা নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি নারায়ণগঞ্জ জেলার তত্ত¡াবধায়ক প্রকৌশলী অনিল চন্দ্র বর্ম্মন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল এলজিইডি নারায়ণগঞ্জের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে পুষ্পস্তবক অর্পন। বিকেলে এলজিইডির সভা কক্ষে কোরআন তেলোয়াত, কবিতা পাঠ, আলোচনা ও কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের নিয়ে কেক কেটে পরিবেশন এবং তাদের মধ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাহফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলজিইডি নারায়ণগঞ্জের কর্মকর্তা ও কর্মচারীসহ তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন