শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

স্যামস্যাং গিয়ার এসথ্রি

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দারুণ সব ফিচার নিয়ে নতুন স্মার্টঘড়ি গিয়ার এসথ্রি বাজারে আনছে স্যামস্যাং। সম্প্রতি ইউরোপের বার্ষিক গ্যাজেট কনভেনশনে এটি উন্মোচন করা হয়। এসটু মডেল থেকে এসথ্রি মডেল বেশ কিছু বিষয়ে আলাদা হবে। এই মডেলে থাকবে ডুয়াল কোর ১.০ গিগাহার্জ প্রসেসর। ৫১২ মেগাবাইট র‌্যাম এবং ৪ জিবি ইন্টারনাল মেমোরি। ওএস হিসেবে থাকছে স্যামসাং এর নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন। এর ডিসপ্লে­ সুপার অ্যামোলেড, আকার দুই ইঞ্চি। রেজুল্যুশন ৩৬০*৪৮০ পিক্সেল। ডিসপ্লে কোয়ালিটি খুবই চমৎকার ও ঝকঝকে। গিয়ার এস৩ এর ডিসপ্লে­ ও বেজেল আগের অনুপাতে থাকবে। তবে এর ডিজাইনে নতুনত্ব আনা হবে। ডিভাইসটিকে সচল রাখতে থাকবে ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা পরিমিত ব্যবহার করলে দু’দিন চার্জ থাকবে।
স আদনান রিয়াদ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন