শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মতলবে ট্রাস্কফোর্সের সাঁড়াশি অভিযানে ২ টন জাটকা আটক, ১ বছর সাজা

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ১০:০০ এএম | আপডেট : ১০:২৩ এএম, ২০ মার্চ, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলাবাজার এলাকায় ইউএনও স্নেহাশীষ দাশের নেতৃত্বে ট্রাস্কফোর্স শনিবার ভোরে সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২ টন (২০০০কেজি) নিষিদ্ধ ঘোষিত জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ উপজেলার স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

এসময় সংশ্লিষ্ট গাড়ির ড্রাইভারসহ আরো ২ জন আসামীকে আটক করা হয়। আসামীদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী প্রত্যেককে ০১ (এক) বছর করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

ইউএনও স্নেহাশীষ দাশ বলেন,জনস্বার্থে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সময়ে এ রকম অভিযান চলমান থাকবে । কেউ কোন প্রকার আইন অমান্য করলে আইনী ব্যবস্হা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন