শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নীলফামারীর ডিমলায় তিস্তার পানির দাবিতে রোডমার্চ

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ৭:৪৫ পিএম

দুনিয়ার মজদুর একহও এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের আয়োজনে গত ১৯ মার্চ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব ঢাকা হতে শুরু করে ২০ মার্চ বগুড়া সাতমাথা দুপুর ১২টায় সমাবেশ শেষে যাত্রাকরে রাতে রংপুরে রাত্রী যাপনের পর ২১ মার্চ সকাল ১১টায় রংপুর শাপলা চত্ত্বরে সমাবেশ শেষ করে তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে ডিমলায় সন্ধ্যায় স্মৃতি অম্লান চত্ত্বরে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন উত্তরবঙ্গ তথা বাংলাদেশকে মরুভূমির বিপদ থেকে রক্ষায় রোডমার্চ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাকিবুজ্জামান, সমন্বয় রংপুর বিভাগ আঃ কুদ্দুস, বগুড়া জেলা আহবায়ক এ্যাডঃ সাইফুল ইসলাম, জয়পুরহাট জেলা আহবায়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, খুলনা জেলা সমন্বয় জর্নাদন দত্ত নান্টু, দিনাজপুর জেলা সংগঠক কিবরিয়া হোসেন, নওগাঁ বাসদ আহবায়ক জয়নাল আবেদিন মুকুল, কুড়িগ্রামের ফুলবার রহমান, গাইবান্ধার গোলাম রাব্বানী, নীলফামারীর ইউনুছ আলীর সভাপতিত্বে পথসভাটি শেষে প্রায় ৬’শত মানুষের একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কর্মসূচী সমাপ্তি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন