এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত পরশু রেড ডেভিলদের ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছে গেছে লেস্টার সিটি। ৩৯ বছরের মধ্যে এই প্রথমবারের মতো শেষ চারে জায়গা করে নিল দলটি। শেষ চারের লড়াইয়ে লেস্টার লড়বে সাউদ্যাম্পটনের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে উঠে গেছে চেলসিও। ফাইনালে উঠার লড়াইয়ে স্টামফোর্ড ব্রিজ শিবিরের প্রতিপক্ষ কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। এ জয়ে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার সম্ভাবনা জিইয়ে থাকল কোচ হোসে মরিনহোর শিষ্যদের সামনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন