বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রামুতে হাতির আক্রমণে কৃষক নিহত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ৩:৩২ পিএম

হাতির আক্রমনে রামুতে প্রাণ হারিয়েছেন এক কৃষক। সোমবার (২২ মার্চ) সকাল ১১ টায় বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জের আওতাধিন হাতিখাইয়া মসজিদের ঝিরি নামক এলাকার এ ঘটনা ঘটে।

নিহত মো. আবছার কামাল (৫৫) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা, গনিয়াকাটা এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন- নিহত আবছার কামাল বনের পাশের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকালে তিনি ওই এলাকায় ক্ষেতে কাজর করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। পথিমধ্যে রাবার বাগান এলাকার মসজিদের ঝিরি নামক এলাকায় বন্য হাতির কবলে পড়েন তিনি।

এসময় বন্য হাতিটি তাকে তাড়া করে পায়ে পৃষ্ট করে। এতে আবছার কামালের হা, পা, মেরুদন্ড সহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে পড়ে।

রাখাল ছেলেরা মুমূর্ষু অবস্থায় আবছার কামালকে দেখতে পায়। লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি প্রাণ হারান।

বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু জানিয়েছেন- হাতির আক্রমনে আবছার কামাল নামক একজনের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন